লেখক আমি দু চার কলম লিখি রোজ আসরে
লেখাই মোর রুটি রুজি লেখাতেই কদর বাড়ে,
শারদ সংখ্যা বৈশাখী কিংবা প্রতিষ্ঠা বার্ষিকী
সব কিছুতেই নিয়ম করে লেখা দিই বৈকি,
লেখার মান স্থান কাল পাত্র বিষয় বৈষম্য
সব কিছুই চুক্তিমত লেখার ইচ্ছা অদম্য,
লিখে লিখে অপেক্ষাতে হিসেব গুনি প্রাপ্তির
এবার দাদা খুশী হবেন দেবে পুরষ্কার কৃতীর,
তাইতো লেখায় ভাব আবেগ হিংসা দুঃখ জরা
স্থান পায়না ওসব কিছু শুধুই প্রেমে ভরা,
প্রেম মানেতো ভালবাসা শরীর দেয়া নেয়া
অঙ্গ ভাজে রঙ্গ দেখে সৃষ্টি স্থিতি হাওয়া,
হয়না আমার লেখা যে আর লেখার আকার
মিছে কিছু প্রাপ্তির পিছে প্রতিভা যায় বেকার,
মনে মনে ভাবি আমি ভীম ভবানী সাহিত্যিক
সাহিত্যের নামে কলঙ্ক নিয়ে বাঁচি নিত্ত নৈমিত্তিক ।