শ্যাম তুমি অজর অমর অক্ষয় অব্যয়
শ্বাশ্বত প্রেমের মূর্ত প্রতীক বিশ্বের বিষ্ময়,
  পুরুষোত্তম হৃষিকেশ আকাঙ্খার চ্যয়ন
পৃথিবীর বুকে রেখে গেছ গকুল বৃন্দাবন,
হে কৃষ্ণ, তোমার হাতে রাখি সৃষ্টি স্থিতি লয়
পাপ পূণ্য নিরীক্ষনে দিলে জীবের মৃত্যুভয়,
   বিশ্বাসনে মহাবতারে মানবতার নিদর্শন
হৃদয়ের গহন অরণ্যে হেরি পাদ কাঁদে অভাজন,
   শাস্ত্র সারস্বতে দুর্ভেদ্য চক্রবূহ বাঙময়
শিল্প সাহিত্য ধর্ম প্রেমে এক অভিন্ন চিন্ময়,
   অপার প্রেমের মহিমান্বিত কামিনীকাঞ্চন  
     দুর্বাদলশ্যাম ধারী মৃন্ময় রাধারমন,
  সর্ব্বগুনাধার মম্নাথ কীর্তন প্রেম লীলায়
  আনন্দ বিচ্ছেদের অনন্য সঙ্গীত ধারায়,
  চিরায়ত শান্তি প্রতিষ্ঠায় এঁকে বিশ্ব ভুবন
   তাবৎ বৃত্তি মার্গ নীতিতে সবে আস্থাবান
   সসাগরা ভূ মাতোয়ারা আজি তব নাম, আমি
  প্রান খোলে বলি,'হেপী বার্থ ডে টু ইয়ু শ্যাম"।।


(শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র ভক্তি অর্ঘ্য)