আপনাদের উৎসাহ ব্যঞ্জক কথাগুলোর সঙ্গে
একটা ভীষন মিল খুঁজে পাই সেখানে,
দু মুঠো ভাতের আশায় এসে যারা এখন
রপ্ত করে নিয়েছে...উপার্জনের মোক্ষম চাল ;
সুর্য্যাস্তের কাছে যারা বন্ধক দেয় সতীত্ব
অক্ষ্ত শরীরের ত্বকে মাখা রংচং বিক্রি করে
ভোরের স্নানাগার ধুয়েমুছে দেয় যাদের পাপ
বিকেলের লাল আকাশ হাতছানি দেয় নেশায়,
ওরাও তৃপ্তি দিতে উত্তেজনা বাড়াতে
তারাতারি বিদেয় করতে
আরো বেশী রোজগার পেতে
একটা কৃত্তিম উত্তেজক আওয়াজ করে ;
হয়তোবা প্রথম দিকে ব্যবসায়িক ছিলনা
পেশা আর নেশার কারসাজিতে এখন সেটা
নিতান্তই নিয়ম রক্ষা কিংবা কৌশলী ভাবনা
অথবা ঐশ্বরিক যাতনা......।
অথচ এই যে জৈবিক প্রেরণা' যতই হোক না
ছলনা, ভরম কিংবা অনুরঞ্জন ;
সে নেশাতেই যে ছুটে যাই বার বার
অসভ্য হতে অপব্যয়িতায় , যেমন করে
সব কিছু জেনে শুনে আপনার কাছেই আবার আসি...
নিজস্ব স্বত্তার জলাঞ্জলী দিতে...
সাময়িক একটু প্রেরণার আশায় ।