ফুলেল ছোঁয়ার বসন্ত শেষ রঙীন ঈশারায়
আমি আজ বিপন্ন জীব নিঃস্ব খাদের কিণারায়,
মাথার উপর নীল আকাশের ছাদের নীচে বিষাক্ত মেঘ
পায়ের তলায় কাঁদায় ঢাকা কেউটে সাপের অশ্লীল শ্লেষ,
ম্লেচ্ছতার অপবাদে নিত্য যাত্রার নিষিদ্ধ গলি
আনাচ কানাচ চেনা জানা, রক্তের দাগ কন্ডোম গুলি,
রাত গভীরে নীল আলোতে বুটের খটাখট
হানাদারি'র ভেট প্রমোদে বিষন্ন খদ্দের,
মানুষ খেঁকো সরীসৃপের দাঁতাল শক্ত চোঁয়াল
অনুভুতির হরমোনে আজ রূপক কারুকাজ,
এসিড বৃষ্টির অপেক্ষাতে দেহের হাড় পাজর
দিন গুনছে দেহান্তের -দূষণ নিরন্তর ।