পারিনা যে মন বসাতে ধীর স্থির হয়ে
আসেনা যে কাব্য পরী স্বপ্ন নগর বেয়ে,
দুর যেখানে আকাশ মিলায় দিগন্ত বা সাগরে
ঠিক সেখানে ধুঁয়াশা মেঘ জমে কালো করে ,
কবিতার ডাল পালারা যখন খুঁজে প্রকৃতি
আর্তনাদে কান ঝালাপালা , বাঁচার আকুতি ,
জলের নীলে পাহাড় চূড়ে চাঁদ সুরুজের দেশে
হাহাকারে ভাসে আমার শব্দ ছন্দ মিশে,
মেঘ মিনারের সোনালী রোদ মিষ্টি আবেশ মেখে
হাওয়ায় ভাসে শিশু শ্রমের ঘর্মাক্ত ক্লেশ দেখে,
চাঁদের বুড়ি কয় না কথা রুপোর থালায় বসে
মানুষ খেকো হায়নার দল জ্যোৎস্না রাতে হাসে,
সলিল ধারা অনিল স্রোতে নীরব স্রোতা হয়ে
কান পেতে শুনে ঐ লাঞ্ছিতা মা কাঁদে ।।