তুমি বরঞ্চ এক কাজ করো,
হিমালয়ের ঐ পাড়েতে যেখানে মেঘ যায়না
শুকনো মাটি হয়না কাঁদা, ময়লা জমেনা,
ওখানটাতে বসত গড় গিয়ে ;
ইচ্ছে করলে যেতে পারো,
মরু ভূমির দেশে, ধুঁ ধুঁ প্রান্তে ঊটের পিঠে চড়ে
মরীচিকার বাস্তবতা প্রতিদিন ধুলিস্যাৎ মরু বালি ঝড়ে,
ভালবাসা শেখো সেখান থেকে ;


এ পাড়েতে এই গায়ে, থাকবে আকাশ বইবে বাতাস
নদী তটে কাশ বন দুলবে শরতে ;
চৈতি হাওয়ার অনুরাগে বসন্তে শেষে
কোকিলটা গাইবে গান গলা ছেড়ে আড়ালে ।
এই খানেতে থাকব আমি তোমায় ভালবেসে
রাগ অনুরাগ অনুভূতির ধমনী শিরায় মিশে ।