বাহ্  বাহ্ বাহ্ ! কাকলী  মাত করেছিস তুই বাজার
গতর দিয়ে ছিনিয়ে এনে খাচ্ছিস ভাল ভাল খাবার,
      ম্ ম্ করে চারিধার হাটলে পথ ধরে
      বুঁ বুঁ করে ঘুড়ে মাছি তুরই চারিধারে,
রুম্ ঝুম্ তালে বাজে নূপুর চক্ চক্ ঝলকে শাড়ি
চোখে ধাঁধা লাগায় তুর  ঠাঁট বাট বাহার বাহাদুরী ।


বেশ তো আছিস ভোগ বিলাসে আরাম আয়েশ উল্লাসে
যা খুশী তা করতে পারিস এক পলকে এক নিমেষে,
         স্যার বাবু সাহেব 'রা যে সব তুর খদ্দের
         সবার সাথে সম্পর্ক যে রাত্রি আর রক্তের,
    লাখ টাকার ঝার বাতিতে সূর্যোদয়ের পরম সুখ
    সংসক্ত  আর গাণিক্যে তুর বাসর যেন স্বর্গলোক ।


অথচ তুই এই কাকলী, একদিন ঠিক এই ঘরে
অসহায় আর্তচিৎকার করেছিলি হাত জোর করে,
       নারী লোভী হায়নার দল পিশাচ ধর্ষক
       রেহাই দেয়নি সেদিন সমাজ ছিল দর্শক,
আজকে যখন তুই কাকলী প্রতিরাতের মদলেখা
দোষ দিই কাকে বল (!) সমাজ, ধর্ষক নাকি মদিরতা ।