সামনে দেখার প্রবনতা,
   বড়ই মন্দ, বড়ই দ্বন্দ, বড়ই ভয়ার্ত,
   তবুও মানুষ আপন করে, মন্দ ডাকে
   দ্বন্দ ডাকে, চেনা পথেই ভীত ত্রস্ত  ।
জানার অনুসন্ধিৎসা,
    হিংস্র করে , আনে মৃত্যু কিংবা ধ্বংস
    তা স্বত্বেও প্রশ্ন জাগায়, জিজ্ঞাসনে
    'কি সুখ আনে অদৃষ্ট ?
স্বাধীনতা,
     মুক্তির স্বাদ কৌতুহলের নীলাকাশ
     মেঘে ঢাকায় বৃষ্টি ঝড়ায় রংধনু আঁকে,
     রাখেনা তার সীমান্তের ঠিকানা ।