আমি চাইলে আকাশ থেকে আনতে পারি তারা
মেঘপুঞ্জ পাষান করে থামাতে পারি বৃষ্টি ঝরা,
আমি চাইলে সাগর সেচে আনতে পারি মুক্তা
জলস্তম্ভ শোষন করে থামাতে পারি ফল্গুধারা ।


বায়ু বেঁধে বায়বে পাল্টাতে পারি বাতাবরন
সুর্যকে ঢেকে থামাতে পারি দিনের পরিবর্তন,
আমি চাইলে ভাঙ্গতে পারি প্রকৃতির  নিয়ম  
পাহাড়ে নিমেষে করতে পারি সমতল স্থাপন ।


আমি চাইলেই স্তব্ধ করে দিতে পারি জীবন
জন্ম মৃত্যুর নিত্যতা ভেঙ্গে রচতে পারি ভুবন,
পারি না শুধু জোড় করে আদায় করতে মন
ভালবাসা পেতে মিথ্যার আশ্রয়ে দেখাতে স্বপন ।


ভালোবাসো তুমি আমায় উজার করে মন
দেখবে চলছে এ পৃথিবী ঠিক আগের মতন ।