চেহারাটা কি দারুন মসৃন !
   চোখ দুটোতে সাগরের গভীর নীল
   যেন সাঁতার কেটে মরতে পারি অনায়াসে ।
   হাসি সঙ্গে ঝরে পরা মুক্তা পাটির দাঁতের পাশে
   কপোলের ঐ টুল তোমার পাগল করে নিমেশে ।
   কেশরাশির কালো পাহাড় লম্বার বাহারে
   বাতাসকে দামাল করে বসন্তের বিহারে ।
আস্তে আস্তে যখন অসম্ভব ভাললাগার মিণারে
অক্ষিগোলক নামছিল তোমার দেহের গভীরে
স্নাত হতে রূপের ঝর্ণা ধারায়,
স্তম্ভিত নয়ন কেঁপে কেঁপে বিশ্লেষনে আবিষ্কার করে
অগ্নির ঝলসানো তামাটে ত্বকের কিণারে
লেখা উপন্যাস, শিরোনামে "পণ প্রথা"
ভূমিকায় যার বেশ কয়েক পাতা জুড়ে
ঘটনা, দুর্ঘটনা, ইতিহাস :
উপসংহারে নির্যাতন, অত্যাচার ।
আভিজাত্যের দামী শাড়ীতে ঢাকা স্বত্বাধীকার-এ
আমার আর পড়া হলো না সে উপন্যাস ।