দয়াল তোমার নামের বাতাসা'তে
               কি জানি কি মধু আছে,
মিষ্টিতে রসনা জুড়ায় - আবেশ লাগে মনেতে ,
দয়াল তুমি দয়ার ভান্ডার কৃপাসিন্ধু এই জগতে ;
এবার দয়া কর দয়াল এই অধমকে তরাতে ।
        
       দয়াল...দয়াল তোমার মহিমাতে
               কি জানি কি যাদু আছে,
জন্মেতে মরণ দাও  - বিষয় সাধে ভুলাও তারে
সৃষ্টিতে ধ্বংস মেলাও হাসাও কাঁদাও জগৎটারে ;
  যুগে যুগে নবরূপে নরোত্তম হও ধরা'তে ।
        
       দয়াল...দয়াল তোমার মহিমাতে
               কি জানি কি যাদু আছে,
  পাথর জলে ভাসাও দয়াল ডুবাও প্লবন সন্তরিক
  নিথর দেহে দাও প্রাণ ভক্তের ভক্তির আন্তরিক ;
  ভক্তি নিষ্ঠা নাই ভগবান, ডাকি তোমায় অহোরাতে ।