মাগো তোমার শরৎ কাল আবার এসেছে
হাট বাজার মাঠ ঘাট সাজতে শুরু করেছে,
নীল আকাশে সাদা মেঘের মেলা বসেছে
শিশির ভেজা শিউলী ঝরতে শুরু করেছে ;
নদী তটে কাশ বনে ঢেউ উঠেছে খুশীর বানে
বসন্তের ঐ মৌ বনে বইছে জোয়ার মনে মনে,
কুমোড় পাড়া ব্যস্ত ত্রস্ত ঢাকের বাদ্যি সুবিন্যস্ত
থিম কারিগর উজাগর গড়ছে প্রাসাদ অবিন্যস্ত,
অশুভের তিমির কালো ঘুচাতে কৃত্তিম আলো
জ্বলছে নিবছে ক্ষনে ক্ষনে চারিদিক ঝলমল,
বনেদী মা আজ বেশী বেশী বারোয়ারী প্রিয়
ঘরের চৌকাঠ ছেড়ে মা পথে প্রান্তে স্থাপিত,
আজকাল বড্ড বেশী বেহিসেবী খরচাপাতি
মায়ের ভোগে নিমিত্ত মাত্র, আমিশাষী অথিতি ।