আজ বিকেলের মেঘলা রোদে
লম্বা ছায়া মেপে মেপে
হাঁটছিলাম দুজন যখন
একসাথে হাত রেখে হাতে,
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
মনের গোপন আবেগ সুখে
কাক ভেজা কাক হয়ে
মহীরুহের ছাউনি তলে
ঠাঁই নিয়ে কাঁপছি দুজন,
ঝরছে জল পাতা বেয়ে
ছুপ ছাপ ছুপ ঝংকারে ।
নীরব ক্ষণের সাক্ষী হয়ে
দুইটি শালিক গাছের ডালে
বলছিল কি জানি কি কথা
একে অপরকে ,
আবেগ আর উত্তেজনার
পারদ নামাতে, তালু ঘসে ঊষ্ণ করে
একটু দুরে সরে, মনে মনে গোটা বিশ্বের
মানচিত্র যখন আঁকছি এক মনে,
পাহাড় টিলা নদী বেয়ে যাচ্ছি যখন যাব সাগরে
ঠিক তখনি সম্বিৎ ফিরল, তোমার পরশ পেয়ে,
মানচিত্র আঁকা আর হল না আমার
ভূ-গোলক এখন আমার বুকের মধ্যে রেখে
এ পৃথিবীর নৈসর্গকে দুমরে মুচরে দিয়ে
পাহাড় বেয়ে স্ব-খাত সলিল সরোবরে
কমল তুলতে ব্যস্ত ত্রস্ত শৈল্পিক কসরতে,
আর কিছুক্ষন পরেই ফুরুৎ
শালিক দুটো উড়ে গিয়ে বসল মগডালে ।