ভোর বেলাতে শিউলী তলায়
ফুল শিশিরের টুপ টাপ,
ঝরছে তালে ছন্দে ছন্দে
শরতের শারদী ছাপ,
শুভ্র স্নিগ্ধ সুভাসিত
শিউলীর আঙিনায়
রবি কিরণ উদ্ভাসিত
সোনালী ব্যঞ্জনায়,
আশ্বিনী হাতছানি বুকে
কাঁপন জাগায়,
আসছে ধেয়ে আকাশ ছেয়ে
নীলের সীমানায়,
বান ডাকে নদী কূলে
ঘর ছাড়ে দিশাহারা,
কুমোর পাড়ায় ব্যস্ত সব
মাটিতে প্রান দেয় জোড়া ।