আমি নাকি মস্ত বড় নামী দামী মানুষ
জ্ঞানী গুনী বিদ্বান আমি, নাই কোন দোষ,
সমীহ করে চলে সবাই শ্রদ্ধা জানায় পথে
পাশ কেটে যায় নীরবে চোখ দেয়না চোখে,
আড্ডা দিলে সবাই মিলে আমার কথা গিলে
যুক্তি তর্ক বিতর্ক নেই শুধুই শোনে নীরবে ,
দিন কে যদি রাত বলা যায় তাও যেন সত্য
এক ঘরে আজ আমার সমাজ বিপন্ন অস্ত্বিত্ত,
সবাই মিলে আমার আমিত্ব হারাবার ষড়যন্ত্র
"কি জানি ভাই বল তুমি, তোমার কি আছে বিকল্প (!)"
আমার এখন কাজ শুধু তাই উপদেশ দেওয়া
চোখে চশমা এঁটে বই পড়া আর শুধুই খাওয়া দাওয়া ,
ইচ্ছে করে পরাণ ভরে শ্বাস নিই খোলা মাঠে
সেখানেও যে বাধা আমার অসন্মান হই পাছে ,
যে মেয়েটা লাগল ভাল চাঁদ বরন মুখে
নিমেশে নামে অমাবশ্যা শ্রদ্ধাবনত চোখে ,
মনের কথা বলার জো নেই চোখের জল ফেলি
অহঙ্কারের মিথ্যে ফানুষ সারল্যের অন্তর্জলি ।