কেমন সুন্দর সেজে আছে আমার প্রিয় নন্দিনী
অমন করে সাজেনিতো আর কোনদিন চিরদিনই,
মাথায় সিঁদুর মুঠোয় মুঠোয় দিচ্ছে পাড়া প্রতিবেশী
আলতা রঙের আল্পনাতে পায়ের পাতা পূর্ণশশী,
আভরনে আলমারীতে তুলে রাখা বেনারসী শাড়ি
এই শাড়িতেই এসেছিল নন্দিনী এ বাড়ি ।


বছর তিনেক আগে যখন ছিল চঞ্চলা হরিণী
মা তখন ডাক পারতেন 'এদিকে আয় অভাগিনী',
আজকে যখন হতভাগা সত্যি সত্যি অভাগা
অন্তিম যাত্রায় মা সহযাত্রী বার বার যায় মুর্চ্ছা,
রোদন করে আকুল স্বরে ,'ফিরে আয় অভাগী,
আর দেবনা হাঙর ধরে পনের লোভী সভ্য স্বামী"।