আজ প্রতিমা গড়ছে শিল্পী
খড় মাটি রং দিয়ে,
কালকে হবে পূজার্চ্চনা
ফুল বেলপাতা দিয়ে,
পরশু বিষর্জনে দেবী
জলের তলায় যাবে,
এরই মাঝে লক্ষ কোটি
হিসেব নিকেশ করে ,
লেন দেনেতে করবে শেষ
উৎসব আগুনে,
আসুরিক মানবেরা
আবার অসুর হবে,
বছর শেষে দেহ পেয়ে
আবার আসবে,
দেবী, দেব, সাঙ্গ, পাঙ্গ
নতুনত্ব , আভিজাত্য,
অগ্নিমূল্য, কৃতিত্ব,
আনুসাঙ্গিক মাহাত্ম্য,
অসুর সংহার সৃজন
চক্রবৎ পরষ্পরীণ
আসা যাওয়ার অনুরণন
ফি বছরের কৃষ্টিঋণ,
চলছে যেমন চলবে তেমন
আধেক ভূখা আধেক সুখী,
শোষন বঞ্চনার নিপীড়ন
বিদ্বেষ বিভেদের অনুলিপি ।