নয়ন বারির স্রোত বয়ে কাঙ্খিত মোহনায়,
যেখানে নদী কথা বলে সমূদ্রের মুর্ছনায়
ঢেউয়ের ঝন্ ঝনৎকারে শরীর শিহরায়
সলিল ধারার অট্টনিনাদ বৈরাগী বানায়
আমার কুঞ্জকানন বুজি মিলন গীত গায় ।
অবগুন্ঠিত সলাজ চাহনি বর্ষা বন্দনায়
চিত্ত অবিরত উচাটন হরষ প্রতিক্ষায় ,
দিগন্তের উদয় অস্ত কর্মযজ্ঞ সমীক্ষায়
চিত্রগুপ্তের খাতার পাতা অযথা'ই উল্টায়,
বার্ধক্য নিরর্থ ধায় বয়সের সীমারেখায় ।
পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ে সতেজতার বিলীনতায়
তোমার স্বর্ণরূপ স্বর্গদ্বারে কন্টক বিছায়
বিস্তীর্ন নিধুবনের মধুযামিনী জ্যোৎস্নায়
তোমার সন্ধান বেষ্টনীতে মধুকৈটভ ধায়,
নীরব অশ্রুঝরে আমার কাঙ্খিত মোহনায় ।।