বাঁশ কড়ূলের গোদক দিয়ে
পেট পুরে খেয়ে দেয়ে,
মাদল তালে নেচে নেচে
পাহাড়ী পথ ধরে,
যাচ্ছি যখন ঐ দুর্গম
ঝর্ণাধারার ঠিকানায় ,
এক লহমায় শিউরে উঠল
আমার শিরা উপশিরা,
সত্যি এমন কাঁচা হলুদ বরন
গায়ের রং হয় !
পাছড়া পরা আদিবাসীর
আদিম গয়না গুলো,
এত সুন্দর মানান সই
কি করে হয় !
গায়ের গড়ন পায়ের চলন
উদাস করে নিমেষে,
আমায় টেনে নিল তার
আপন আবেশ দেশে ।
অধরা রইল আমার লক্ষ্য
পথের পদক্ষেপ,
ছন্দের কলঙ্কে তাই রচি
আমার আকুল আক্ষেপ ।