এমন কিছু কথা থাকে
শুনলে অবাক হতে হয়,
এসব কথা শুনলে পরে
চুপ করে থাকতে হয় ।
সব কথাতে নাক গলানো
মোটেই ভাল কথা নয়,
বিজ্ঞ বিজ্ঞ ভাব দেখানো
অনেক সময় বিপদ হয় ।
জানলে ভাল নীরব থাকো
না জানলে চেষ্টা করো,
জানার মধ্যে লজ্জ্বা নাই
অতি চালাকি মন্দ বড় ।
যেসব কথা ব্যতিক্রমী
সচরাচর মোটেই নয়,
ওসব কিছু শুনলে পরে
যাঁচাই করে নিতে হয় ।
আবার কিছু কথা থাকে
গুজব বলে মনে হয়,
অবিশ্বাসী না হয়ে
মুগ্ধ শ্রবণ মধুর লয় ।