মা তুই আবার এলি যখন ধরার বুকে
নিধন যজ্ঞের ঢক্কানিনাদ ঢোল পিটিয়ে,
তব দলনায় দলিত হউক ধ্বংস ত্রাসে
মুহ্যমান শঙ্কিত মুখ বিনীত প্রান ।
ফরিয়াদের পাতা উল্টে মর্তলোকে
রণরঙ্গিণীর রণকৌশলে
ধরার বুকে স্থাপিত হউক
সুখ শান্তি সমৃদ্ধি আর আন্তরিকতা ।
মুছে নিয়ে যেও মা
দুঃখ ক্লেশ পীড়া হিংসা দৈনতা,
বিরাজিত হউক শান্তি সম্প্রীতি
ভাতৃত্ববোধ মমতা ।
বন্ধ হউক রক্ত ক্ষরণ
নিপীরন নির্যাতন,
মানুষে মানুষ ভেদাভেদ
আত্মকেন্দ্রীকতা ।