জীবনের লগন যদি ঘুমিয়ে থাকে
সর্প চর্মের কূপে কূপে,
জীবন তখন স্নিগ্ধ শীতল যেমন
মহাশূন্যের অভ্যন্তরে ।
কাল আবর্তের হাত ধরে
লগনগুলি পথের ধারে
অবহেলার পদাঘাতে
খোলস ছাড়া খোলসে...
নীল দিগন্তের সীমান্তপার
অসীম সসীম নিরাকার ;
জীবন তখন লগন ছেড়ে
দিশাহারা অভিসার ।