আমার খুব ইচ্ছে ছিল,
একটা বনরুই দেখি জীবন্ত
কেমন করে মাছ ব্যাটা ডাঙায় বাস করে !
মাছের মতোই আঁশটে নিয়ে বন বাঁদারে ঘুড়ে !
ইচ্ছে আমার রইল অপূর্ণ,
যেমন করে জানা হয়নি
কেমন করে স্বপ্ন পুরীর
ডানা কাটা পরী হয়ে এলে তুমি
আমার হলে না, আমার জানা হলোনা
মাছের পা'য়ে কেমন করে হাঁটা !
তোমার গাঁয়ের গন্ধের যেমন নাম খুঁজে না পাওয়া ।
হাট বাজারের ধাপ্পাবাজ কবিরাজের দোকানে
বনরুই'র খোলস দেখে ইচ্ছেটা বেঁচে থাকে,
তোমার দিব্য হাসির স্মৃতির মতোই ।