এবার বোধহয় হিসেব করার সময় এসেছে
জীবনের কত বৃথা সময় অবহেলায় কেটেছে,
বুঝা না বুঝার ভান করে বয়েসের দোহাই দিয়ে
শৈশব কৈশোরের নির্মীয়মান লগনগুলো বেয়ে,
আবেগ অভ্যাস আর বিশৃংখলার সোপান টপকে
আর কতটা সময় অবমূল্যায়নের অঙ্ক লিখে ।
এবার বোধহয় হিসেব করার সময় এসেছে
প্রতি প্রত্যেকের বরাদ্দকৃত রেখা বন্ধনীর মাঝে,
ভাঙ্গাগড়ার নিত্যনৈমত্তিক কতটুকু খেলা খেলে
কৃতকার্যের চুড়ান্ত ফলাফলে কি পেলে কি হারালে,
বিষ্মিত বিষ্ময়ের আসা যাওয়ার চিরন্তনী ধারায়
কি দিলে কি রেখে গেলে আর নিজের জন্য নিয়ে গেলে ।