ট্রিগার টিপে বন্দুক চালাও
পিঠে বিরাট বোঝা,
শীত গরমের বারো মাস'ই
ভারী পোষাকে সাজা,
সময়ের সাথে নিয়ম করে
সকাল সন্ধ্যা আসা,
কাজ নেই তবুও কাজে ভরা
দেশকে ভালবাসা ।
দেশের নামে নিজেদের ভুলে
মৃত্যু বরণ করা ,
দেশের জন্যেই বুক চিতিয়ে
শহীদ বরণ করা ।
তোমরাই যখন প্রহরী তখন
আমরা বড় সুখী,
নির্ঘুম রাতের সাক্ষ্যপ্রমাণ
তোমরা শান্তি রক্ষী ।
ত্যজন তিতিক্ষার ইতিহাসে
অনেক অনেক নাম,
পাতায় পাতায় লেখা তোমার
সুনাম - সসন্মান ।
আজ কিছুলোক ব্যাতিক্রমের
কলঙ্ক কালি লেপে,
সকল কৃতিত্বের স্তুপে স্তুপে
হিংসা ঘৃনা সঁপে ।
এবার চলো সব্বাই মিলে
সব ব্যর্থতা ভুলে,
দেশমাতৃকার সুখ স্বাচ্ছ্যন্দে
নিজেকে ধরি তুলে ।।