কর্ণফুলির বালুচরে বৈকালিক অভিসারে
দিগন্তে সুর্য্যটারে লাল লালিমায় চুর্ণ করে
তোমার আমার শৈশব পায়ের নিহঙ্গ ছাপে
এঁকেছি কতনা শরীর লম্বা গোল ছিপ ছিপে,
জোয়ারের আশায় বসে থাকা নীরব দুপুরে
চন্দ্রগ্রহন দিনে যে তোমায় বড্ড মনে পরে,
সলিল উচ্ছাস নৃত্য ধারায় মগ্ন গুল্ম বল্লী
তোমাকে আবার আমার করে দেয় কর্ণফুলি ।