অবাকের এই জগৎটাতে
    শুধুই অবাক হতে হয়,
অবাক বেবাক সংস্কারে
    গুজব কথার মন্দ লয়,
আমরা সবে মানুষ যদি
    কীষের জাতি বিভেদ হয় !
নারী পুরুষ মানুষ সবাই
    কীষের দুর্বল কীষের ভয় ?
পুরুষ মারে পুরুষ মরে
    অত্যাচারেই পৌরুষ জয়,
নারীরা কাঁদে স্বামীর শোকে
    পুরুষ 'তরে নারীত্ব ক্ষয়,
নারীরা বলে পুরুষ জাতি
    অত্যাচারী অনাচারী হয়,
নারীই আবার নারীরে মারে
    পুরুষে করে নারীরে ভয় ।
মানুষ বাঁচে জগৎ মাঝে
     উদ্ভিদ ইতরপ্রাণী খায়,
ওরা আবার মানুষখেঁকো
     ভগবানের অবাক রায় ।