একটা শালিক গাছের ডালে
  এক পায়ে ঠায় দাড়িয়ে,
দেখছে আমায় ভর দুপুরে
  জানালার ওপার থেকে,
কি জানি কি ভাবছে বসে
  ক্ষনে ক্ষনে উদাস হয়ে,
আবার আকাশ দেখছে চেয়ে
  মেঘে রোদ রাখছে ঢেকে,
অবাক আমার দৃষ্টি যখন
  পরল তার ভাঙ্গা পায়ে,
ক্যামারাটা হাতে নিয়ে
  একটা ছবি তুলব বলে,
যেইনা তাক্ করলাম আমি
  অমনি গেল আড়াল হয়ে,
অভিমানে আমি যখন
  রেখে দিলেম ক্যামারা,
আবার সেই আগ্ ডালে সে
  দিল দেখা যেন বেচারা ;
লুকোচুরির এই খেলা মাঝে
  হঠাৎ যখন নামল বৃষ্টি,
শালিক ফুরুৎ উড়াল দিল
  আমায় একা একা রাখি ।