বুক ভরা জল, জলে স্রোতের ধারা
দুকূল ছাপিয়ে বসতি, যাযাবরের ডেঢ়া,
বর্ষার খড়স্রোত চৈতের শুখা
ইঞ্জিনের লঞ্চ ষ্টীমার, পাল তোলা নৌকা,
পেলামতো সবই তোমার
পেলাম না আমার ভালবাসা,
তুমি নদ, নদী হতে পারোনি,
ব্যাকারনের ব্যূৎপত্তি ছেড়ে
আমার কবিতার বালুচরে
তোমাকে নদীর সংজ্ঞার থরে
সাজাতে পারলাম না ,
আমি পেলাম না তেষ্টা নিবারনী ।