বাতানুকূল ব্যবস্থাপনায় মখমলের নরম গদি ওয়ালা
আমারও একটা কালো গ্লাসের আই টেন গাড়ী আছে;
বিউটি পার্লারে ফেসিয়াল স্পা করে বিকেল বেলা
উগ্র রজনীগন্ধা সৌরভের পারফিউমে
আইশ্যাডোতে চোখ সাজিয়ে , ম্যাজেন্ডা রং লিপষ্টিকে ,
গায়ে একগাঁদা অক্সিডাইজড গয়না জড়িয়ে
স্টিয়ারিংএ হাত রাখি নিওন আলোর রাজপথে ।
অজানা লক্ষ্যে চলি চেনা গলির স্বাদ নিতে,
বার বার মুঠোফোনে নজর রাখি বার্তা কল্পে
আজ কোথায় যেতে হবে নিরুদ্দেশের খোলস ছেড়ে ।
কোন কোন দিন হয়ত দু চার বার মন রেখে
ক্লান্ত হয়ে ঘরে ফিরি এলকোহলের আমেজ নিয়ে,
কিংবা কোনদিন ফিরি নিরাশ ম্যাগাজিন হাতে ।
তুমি যেমন বিকেল শেষে সব কাজ গুছিয়ে
কাজের মাসির প্রজাপতি মার্কা চুল বাঁধানোতে
দেহটাকে অর্ঘ্য বানাও ঢালা সাজাতে
দেবতালয় তোমার সাদা চাদর পাতা বিছানাতে,
সপে দিয়ে সমর্পনের পালাচলে ঘন্টা ধরে
কায়দা কানুনে মানব অতি মানব ছেড়ে
কুকুর, বিড়াল, ঘোড়া, বাইসন লড়াই চলে
এল ই ডি টিভি আর দেবতালয়ে ;
জগদ্দল পাথর ঠেলে সংস্থিত ধনাধারে
উপচে পরার পূনঃ প্রচেষ্টার দেবতারে
মদিরতায় চেটে পুটে চুপিশারে
আরেকটা সোনালী ভোরের প্রতিক্ষায়
জীবনের রোজনামচার প্রচ্ছদ ছাপাও,
আমার সংকলনের না দেখা ফারাকটারে
তোমরা দোষ দাও, আমাকে ভ্রষ্টা বানাও ।।