আজকে আমি প্রতিবাদের একটা দারুন সংজ্ঞা পেয়েছি
প্রতিবাদ করব বলে প্রতিবাদের ভাষার সন্ধান নিয়েছি ,
কথা বার্তার স্বরমাত্রা জ্ঞান থাকাটা বড়ই প্রয়োজন
লেখা লেখির কর্মপন্থা ধরণ সোজা সাপ্টা অনুশীলন,
যার প্রতিবাদ করতে হবে তাকে ভীষণ জানতে হবে
ষাঁড় শেয়ালের তফাৎ বুজে লক্ষ্য অটুট রাখতে হবে,
রাতারাতি শোধরে দেবার অপপ্রয়াস নিষ্প্রোজন
প্রতিবাদকে বাঁচিয়ে রেখে বিদ্রোহের হউক আয়োজন,
     মৃত্যু যেন পরশ না পায় প্রতিবাদী কন্ঠের
     সত্য যেন বিবশ না হয় ছল চাতুরী দন্ডের,
     প্রতিষ্ঠাতেই লুকিয়ে আছে ভাষার প্রচরণ
     প্রচারণার প্রেক্ষাপটে ভবিতব্যের বিবর্তন ।