জোয়ারে গা ভাসিয়ে দিয়ে বেনোজল হয়ে
নিজের স্বার্থে দাদার পাশে হম্বি তম্বি করে,
দু চার দিনের সাধনার বিড়াল তপস্বী
স্বজন সুজন ফেলে যেন যোগী ঋষি,
কয়েক ফোঁটা রক্ত আর দু চার লাইন শ্লোগান
দিলেই কি আদর্শের নামে  হয় আত্মবলিদান !
লোক দেখানো স্বার্থান্বেষী কর্ম পরায়ন
চোখ ধাঁধানো বেশ ভূষাতে ধুর্ত ভাষণ,
চমক দিয়ে সাময়িক জয় করা যায় মন
কায়েমী চক্রান্ত করে যায় না পাওয়া ধন ।
অনুপ্রানের অনুশরন হয় যদি হৃদয়ঙ্গম
চিত্তে অনুরণন হবে, মিলবে সাগর সঙ্গম ।