সিঁদুরে লালের শেষ সীমানার একটু আগে
যেখানটাতে ধোঁয়া উঠে কুন্ডুলী পাঁকিয়ে
যেখানে প্রান -প্রানী উড়ে বেড়ায় ধোঁয়াশায়,
সময়ের অঙ্ক গণন করে ধ্বসে পরে জীবন-
প্রতিবাদের ভারে, ভালবাসায় সাম্যের অহঙ্কারে ;
হাহাকারের প্রতিধ্বনি হারায় নৈঃশব্দ্যে-
শোষন পীড়ন যাতনার বিশৃঙ্খল অত্যাচারে ;
      সেখান থেকেই যাত্রা শুরু করব বলে
      ধুপ দীপ জ্বালিয়ে ভক্তি ভরে,
      মাউন্ট এভারেষ্ট আরোহনের অভিজ্ঞতায়
      সাজ পোষাক চাকচিক্য করে,
      বসে আছি সহযাত্রীর প্রতীক্ষায়
      যাঁরা তাজমহল গড়েছিল ,
      যাঁদের ঘাম ঝরেছিল, আজকে যাঁরা
      প্রতিবন্ধী - সৃষ্টিকর্তার ইচ্ছায় ;
লেলিহান অগ্নিশিখা সিঁদুরের রং পাল্টায়
নীরব প্রানের মিছিলে ক্রমশঃ ধরণ বদলায়-
যেভাবেই হোক প্রান কেড়ে নেওয়ার খেলা
চলছে , চলবে - আমার যাত্রা পথের সহযাত্রীরা
আদৌ কি আসবে !