ভোর বেলাতে কড়া নারে বন্ধ দুয়ারে
তরতাজা খবর দেবে কালির অক্ষরে,
দেশ বিদেশ মহাদেশের অন্তর্ভাগে
থরে থরে সাজিয়ে দেবে বিষয় বিভাগে,
ভোরের শিউলী ঝরা মোহে
নেশাচ্ছ্বন্ন স্বপ্নীল রাত নিমেশে কাটে ;
চার ফর্দ্দের মানচিত্রে আকাশ নদী সাগর জল
পাখ পাখালি গাছ গাছরার পাহাড় পর্বত বেয়ে
গিরিখাত মরুভূমি সমতল ছেয়ে...শুধু
রক্ত নদীর গতিপথ থাকে ।
রক্তের গাঢ় লাল রং কলামে কলামে
গিরগিটির মতো পাল্টায় নিজেকে ,
কখনো শোষন নিপীরণ, কোথাও ধর্ষন
আবার কোন কোন সময় ভালোবাসার বিসর্জন...
মাঝে মধ্যে বসন্তের লাল পলাশের মতো
অগ্নিলাল ফূটে , আশার আলো নিয়ে...
এভাবেই হারায় আবার কড়া নারে আগামী ভোরে ।