উই উঠেছে উইউঠেছে মেঘ ঢেকেছে আকাশ
ভাবিস নে আর আসবে এবার বারিশ জলোচ্ছ্বাস ,
উই উঠেছে উই উঠেছে মেঘ ছেড়েছে আকাশ
ভাবিস নে আর থামবে এবার আকাশসলিল হ্রাস ,
যখন যেমন প্রয়োজন তুর তখন তেমন চাওয়া
উই এর পাখা দেবে দেখা মিটবে মনের পাওয়া,
জেনে কি লাভ (!)কী'তে কি আর কী'তে কি না
মনের জোরে যোগ বিয়োগে লাগে দক্ষিন হাওয়া ,
উই যে বড় সংবেদনশীল ঈশ্বর ঘরের প্রানী
সে তার আপন খেয়াল বোধে আগুন খুঁজে জানি,
তাইতে মানুষ অনুমানে মেলায় আপন স্বার্থখানি
মিলে গেলে ভগবান সে নয়তো করে ভন্ডামি ।