আজকে আমি দেহ থেকে খসিয়ে দিলাম
যত্ন করে জমিয়ে রাখা কয়েক ফোটা রক্ত,
বিশেষ প্যাকেটে করে দামী গাড়ী চড়ে
পরীক্ষা নিরীক্ষা উতরে যাবে সে হিম ঘরে,
তারপর.........
জানিনা কার দেহে যাবে সে প্রান বাচাতে ।


এই মহা মহতী ক্ষণে প্রার্থনা করি ঈশ্বরে
(আমার দেহের রক্তটুকু)
যায় যেন তার দেহে যে মুমুর্ষ হয়েছে আজ
কালের কাছে নতি স্বীকার করে,
শোষনের শিরদাঁড়াগুলো যার বিলোড়ন করে
রক্তের বুভুক্ষা মেটেনি যাদের শ্রেনী সংগ্রামে,
প্রতিবাদের চোঁয়াল ভাঙ্গে যারা নির্বিচারে
যাদের অট্টালিকার ইট পাথরে
লক্ষ কোটি নিপীড়িতের নাম লেখা থাকে ।


দুফোটা রক্তের অনু পরমানুতে মিশে থাকা
আমার হৃদয়ের দৃঢ় সুপ্ত বাসনা,
মিশে যাক ওদের দেহের কালো রক্তে,
বিশ্বাসের ভিতে একদিন অঙ্কুরিত যেন হয়
এদেশ এ সমাজ ভেদাভেদের নয়, সকলের তরে ।