ভালো লিখলে কাউকে আমন্ত্রন জানাতে হয় না, এমনিতেই প্রচুর মন্তব্য আসে আর এই কথাটা আমি আমার সম্পুর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করছি । কোন লেখার মান্ যখন ভাল হয় বা বিষয় ভালো হয় তখনই বুজা যায় কত পাঠক রোজ আমাদের লেখা পড়ে ।
ভালো লিখলে কাউকে আমন্ত্রন জানাতে হয় না, এমনিতেই প্রচুর মন্তব্য আসে আর এই কথাটা আমি আমার সম্পুর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করছি । কোন লেখার মান্ যখন ভাল হয় বা বিষয় ভালো হয় তখনই বুজা যায় কত পাঠক রোজ আমাদের লেখা পড়ে ।
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ১৯টি মন্তব্য এসেছে।
সহমত আপনার সাথে, মন্তব্য দিয়ে কোন লেখার মান বিবেচনা করা যায় না, বর্তমান পরিস্থিতিতে দেখা যায় লেখার চেয়ে চেহারার কদর বেশি, অনেকে মুখ দেখে মন্তব্য করে থাকেন লেখা যেমনি হোক না কেন! ভালো ভালো অনেক লেখাকেই দেখেছি শুন্য মন্তব্য নিয়ে আর্কাইভে যেতে তার মানে এই নয় যে লেখাটি খারাপ ছিলো। তবে আমি বিশ্বাস করি যে কারো যদি লেখার হাত ভালো থাকে, লেখায় মৌলিকতা থাকে তাহলে একদিন সে প্রকৃত পাঠক পাবেই। একদিন সবাই তাকে গ্রহণ করে নিবে আজ সে যতোই অবহেলিত হোক না কেন! এমনটিই কিন্তু আমরা দেখেছি এবং দেখছি। আবারও বলছি সহমত আপনার সাথে।
এই বিষয়টা নিয়ে ইতোপূর্বে বেশ কিছু লেখা এই পাতায় প্রকাশিত হয়েছে। গত ০৮/১০/২০১৪ তারিখে এই সাইটে নিবন্ধত হয়েই আমি লিখেছিলাম - "শক্তিমান কবির লেখা পাঠকের দৃষ্টি কাড়বেই"
নিজের লেখায় মন্তব্য পাওয়া এবং অন্যের লেখায় মন্তব্য রাখা নিয়ে ভিন্ন ভিন্ন লেখকের প্রত্যাশা ভিন্নতর থাকতে পারে। কারো মধ্যে কিছু অযাচিত পুলক অথবা হতাশও কাজ করতে পারে। হয়তো খানিক আমারো।
এবিষয়ে নিজের মতামত ব্যক্ত করছি - ভিন্ন লেখকের লেখার মান, বিষয় ও প্রকাশ ভঙিমা ভিন্নতর হবেই; কোন লেখা সহজবোধ্য, কোনটা অতিমাত্রায় বিমূর্ত অথবা কিছুই নয়। আবেগ ও বিবেকে যে পাঠক নির্মোহ নয়, লেখা তার মন ছুঁয়ে গেলে যে কারো লেখায় মন্তব্য করা তার আপনিই এসে যায় (সময় সুযোগ মিললে)। পাঠক তখন মন্তব্য না করে পারেনই না। নিজেও তেমনি তাগিদ থেকেই মন্তব্য করি।
মূল কথা; পাঠকের প্রতিক্রিয়াজনিত মন্তব্য লেখক নিজেই আদায় করে নিবেন, তবেই তিনি সার্থক লেখক। আমি মনে করি; না বুঝে নেহায়েত চাটুকারী মন্তব্যে বরং ভাল লেখকের অপমান।
কিন্তু কাউকে যখন দেখি লেখা - না বুঝে নেহায়েত নিজের লেখায় প্রতিমন্তব্য পাওয়ার আশায় অযথা বাহবাসূচক চাটুকারী বুলি সমানে 'কাট এন্ড পেস্ট' করতে থাকেন তখন বিব্রত বোধ করি। এতে লেখকের কতটুকু উপকার হয় জানি না তবে তাতে মন্তব্যকারীর রুচি ও বোধের পরিচয় পাওয়া যায়। আমার বিব্রত হওয়ার কারণ সেখানেই।
নতুন লেখককেও উৎসাহ দিতে হবে বৈকি। উদ্দীপনা পেলে তবেই না তিনি আরো ভাল করতে চেষ্টা করবেন। কিন্তু তাই বলে না বুঝে যাচ্ছে-তাই উদ্দীপনা যত না লেখকের উপকার হয় তারও বেশী কবিতার পাতার মান ও সৌন্দর্য বিঘ্নিত হয়। সে বিষয়টা মাথায় রেখে প্রাসঙ্গিক ও সমঝদারীত্বের অংশগ্রহনমূলক মন্তব্য হলে কবিতার পাতার যেমন সৌন্দর্য বাড়ে, তেমনি লেখকেরও উপকার হয়, আর মন্তব্যকারীর মান সম্পর্কেও পাঠকের মনে একটা স্বচ্ছ ধারণা তৈরী হবে।
আবারো বিষয়টি আলোচনায় আনার জন্য কবিকে ধন্যবাদ।
নিজের পাতায় কাউকে আমন্ত্রণ জানানোর প্রবণতা থেকে অনেক আগেই এই সাইটটি মুক্ত হয়েছে। এমন মন্তব্য এখন শতে একটাও নজরে পড়ে না আমার।।
আপনার এই পোস্টটি খুব কার্যকরী এই জন্য যে, এখানের আলোচনা অনুসরণ ক'রে কবি ও পাঠক সমাজ একদিকে যেমন নিজেদের স্বীয় ধারণা প্রকাশের সুযোগ পাবেন, অন্যদিকে অন্যদের অভিমত জেনে নিজেদের বর্তমান অভ্যাসে কিছুটা পরিবর্তন আনাতে (যদি প্রয়োজনীয় মনে করেন) উৎসাহ পেতে পারেন।
'ভালো' শব্দটির মধ্যেও এক প্রচ্ছন্ন আপেক্ষিকতা আছে। যা' আমার মানসিক গঠনে ও রুচির নিরিখে ভালো বলে মনে হচ্ছে, তা' অন্যের কাছে তার মানসিকতা ও রুচির নিরিখে ভালো হিসাবে প্রতিপন্ন নাও হ'তে পারে। সেদিক দিয়ে ভালো লেখার প্রতি আকর্ষণের বাস্তব ছবিটা কোন নির্দিষ্ট অভিমুখে হয়না বলেই আমার ধারণা।
এ প্রসঙ্গেই এই আসরের সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত আমার প্রিয় এক কবিবন্ধুর কিছু চমৎকার কথা মনে পড়ছে, "স্বর্ণজ্বরের মতো মন্তব্যজ্বর বলেও একটা বিষয় আছে বলে আমার মনে হয়। কোন লেখা প্রকাশের পর একটু পর পরই কেউ কোন মন্তব্য দিলো কিনা তা দেখাটা ব্লগিং জগতের খুব স্বাভাবিক একটি বিষয়। প্রকাশের যে আনন্দে একটি কবিতা আসরের পাতায় স্থান পায়, সেই একই কারণেই সবাই তার লেখায় ইতিবাচক মন্তব্যও আশা করে।" ব্লগভিত্তিক সৃজনশীল যে কোন আসরের জন্য এ কথা নিঃসন্দেহে একশো ভাগ সত্যি। এখানে অনুসরণকারীদের ভিড়ের মাত্রা (যেমন কতবার পঠিত হ'ল) কিংবা মতামত প্রদানের উৎসাহ (মন্তব্যের সংখ্যার থেকে বেশি বিচার্য মন্তব্যের আন্তরিকতা ও অকৃত্রিমতা) এক অনুঘটকের কাজ করে যেন সৃষ্টিসুখের উল্লাসকে প্রভাবিত করতে। তবে কেউ যদি নিছক পাঠ সংখ্যা (যা' এক একবার ক্লিক করলে এক এক ক'রে বাড়তে থাকে) কিংবা নিছক মন্তব্য সংখ্যা (মন্তব্য প্রতিমন্তব্যের আতিশয্য দিয়ে বা সৌজন্যমূলক মন্তব্য বা উদ্দেশ্যমূলক মন্তব্য দিয়েও যা' বাড়তে পারে) দিয়ে কোন কবিতার জনপ্রিয়তা বা পাঠক সমাজে গ্রহণযোগ্যতা পরিমাপ করেন, সেটি কিন্তু বড় ভুল হ'লেও হ'তে পারে [ ভুলের মাত্রা বাড়বে কৃত্রিম বা আন্তরিকতাহীন সাড়া-শব্দ (response) বেড়ে যাওয়ার সাথে সাথে]।
আসরে অংশগ্রহণকারীদের মধ্যে আমি মূলতঃ তিন প্রকারের পাঠক চরিত্র লক্ষ্য করেছি, এক, যারা প্রকৃতঃই কবিতাপ্রেমী পাঠক (Lover); দুই, যারা কবিতাপ্রেমবিলাসী পাঠক (Flirt) এবং তিন, রহস্যমময়, যাদের প্রেম ও প্রেমবিলাসিতা সহজে অনুমেয় নয় (Mysterious)। এখন আমরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে নিলেই বুঝে যাব, আমরা কে প্রকৃতপক্ষে কোন শ্রেণীর পাঠক। আর এ কথা মানতেই হবে যে, আমি কোন এক কবির পাতায় যে মন্তব্যই করিনা কেন (এক শব্দের, কয়েক শব্দের বা শব্দের পাহাড় দিয়ে, যেভাবেই হোক), আর কেউ টের পাক বা না পাক, সেই সংশ্লিষ্ট কবি কিন্তু তার কবিতাপাঠে আমার আন্তরিকতার গভীরতা ধ'রে ফেলবেনই (সৌজন্যতার খাতিরে তা' তিনি যেভাবেই প্রকাশ বা অপ্রকাশ করুন না কেন)।
আমি নিজে কবিতার আসরের সব থেকে অনিয়মিত সদস্যদের একজন। আর আসরে আমার বিচরণের সময়কালও বেশ কম। যে দিনটা আমি সকালের দিকে এক আধঘন্টা , সারা দিনে কয়েকবার হঠাৎ হঠাৎ পাঁচ-দশমিনিটের জন্য (যেমন এই এখন ঢুকে পড়েছি, আবার বেরিয়ে যাব), আর রাতের দিকে এক আধ ঘন্টা আসরে আসতে পারি, সেদিনটি আমার জন্য সব থেকে বেশি সময় ধ'রে থাকা হ'ল। আর যেটুকু সময় থাকি, নিজে কিছু পোস্ট দেওয়ার থেকে, অন্যদের পোস্ট পড়তে আমার বেশি ভালো লাগে। অন্যদের লেখা পড়ে আর কে কিভাব উপকৃত হ'ন জানিনা, আমি কিন্তু বেশ অনুভব করতে পারি যে, আমার মানসিক গঠনকে বেশ সমৃদ্ধ (enrich) হ'তে অনুভব করি।
যারা আসরে বেশি সময় থাকার সৌভাগ্য লাভ করেন, যারা নিয়মিত কবিতা প্রকাশ করেন, তাদেরকেই কিন্তু বেশি বেশি ক'রে আসরের সৌন্দর্য গঠনে বেশি ভূমিকা নিতে হবে। নিজের লেখাটির প্রতি অন্যদের মনোযোগলাভের উপর সুতীক্ষ্ণ নজরদারির পাশাপাশি, অন্যদেরও অনুরূপ মনোভাবের কথা মনে মনে ভেবে নিয়ে একটু সুবিবেচক হওয়ার প্রয়োজন আছে। অল্প সময়ে বেশি বেশি কবিতাকে ছুঁয়ে ফেলার লক্ষ্যে নয়, এমনকি কোন বিশেষ কবি-মুখী, বা বিশেষ শিরোনামের কবিতা-মুখী বা মন্তব্যসংখ্যা-মুখী না হয়ে বা কেবলমাত্র নিজের লেখায় মন্তব্যকারী-মুখী না হয়ে, নিখাদ কবিতাপ্রেম (যা' প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকেই সমৃদ্ধ করবে) দিয়ে, আসরে বিচরণকালের সময়টুকুতে যত বেশি বেশি ক'রে (তা' সে ১,৫,১০,৫০ ইত্যাদি যত সংখ্যক কবিতাতেই সম্ভব হোক) কিছু কবিতায় আন্তরিক পঠনের গঠনমূলক ছাপ রাখা যাবে, তত বেশি মনে হয় সমৃদ্ধ হবে আমাদের এই কবিতা আসর। তত বেশি মনে হয় কান পাতলেই আসর জুড়ে শোনা যাবে সৃষ্টিসুখের উল্লাস ধ্বণি।
এই আসরের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ও একজন শুভকামী মানুষ হিসাবে এটুকুই বলব যে, আসুন আমরা সবাই এমন সুন্দর একটি সৃষ্টিশীল আসরকে আমাদের স্ব স্ব সৃজন ও মননের সৌন্দর্যে বেশি বেশি সুখকর ও দীর্ঘায়ু ক'রে তুলি। আসুন সবাই মিলেমিশে ভালো থাকি।
একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন কবি।
এখানে আপনার ভাবনাটা একদম ঠিক আবার এটাও ঠিক আপনি যদি অন্যের লেখা না পড়েন তবে অন্যেরা আপনার লেখা পড়ার উৎসাহ পায় না। ‘যা কিছু ভাল তা গ্রহন করতে পারে সকলে করে ও’ আমি এখানে কবিতা চাষি হিসাবে যে কথাটি বলতে পারি তা হল- আমার উৎপাদিত পন্য যদি আমি ভোক্তা বা গ্রহীতাদের সামনে উপস্থাপন করতে না পারি তাহলে গুণগত মান যেমন বুঝতে পারিনা তেমন ভোক্তারা পরিচিত হয়ে গ্রহন করছে কি না তাও জানতে পারি না। আমার কাছে বারবার তাই মনে হয়েছে।
সব মিলিয়ে আমাদের সকলের উচিত সবার কবিতা পড়ার চেষ্টা করা এবং কবিতা সম্পর্কে গঠন মূলক মন্তব্য করা। একদিনে অজস্র কবিতা পড়া সম্ভব নয় কিন্তু যে টুকু পড়া হবে তার মান বিচারে পাঠক গঠনিক মন্তব্য করলে লেখক ও পাঠক উভয়েই উপকৃত হবে বলে আমি মনে করি।
ভাল লাগল কবিতার আসরের জন্য একটি ভাল বিষয়কে উপস্থাপনের জন্য।
প্রিয় দাদা, পাশাপাশি এটাও ঠিক আপনি যদি অন্যদের পাতায় মন্তব্য করেন তবেই আপনার পাতায় মন্তব্য বেশি পড়বে নচেৎ অনেকে পড়বেই না! এখানে বিষয়টি কিছুটা দেনা পাওনার মতন... আর কারো পক্ষেই সবার পাতায় যাওয়া সম্ভব হয়না।
ধন্যবাদ।
আপনি খুব ভাগ্যবান, তাছাড়া আপনি একজন সুলেখক /সুকবিও বটে। আমি যেদিন কারো কবিতায় কোন মন্তব্য করতে পারিনা, সেদিন আমার কবিতায়ও মন্তব্যের খরা চলে। যেমন চলছে অধুনা। তবে একথাও ঠিক, অপ্রত্যাশিতভাবেও অনেক সহৃদয় পাঠকের মন্তব্য পেয়ে যাই, এবং মন্তব্য না করেও অনেক কবিকে আমার পাতায় নিয়মিত পেয়ে যাই, যেটা নিতান্তই তাদের ভালোবাসার কারণে, কবিতাকে, এবং হয়তো আমাকেও।
তবে অনেকেই শিরোনাম দেখে আগে আকর্ষিত হয়।পরবর্তীরা মন্তব্যের আধিক্য দেখে অগ্রসর হয়।কবিতা খুব ভাল হলে সেখানে তারাও মন্তব্য দিতে থাকে।
একমত
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.