সাগরিকা,
        আজ মেঘ বেয়ে দূত হয়ে আমার দোরে
        খুব ভোরে কড়া নাড়ল ,
        শিশির ভেজা সিক্ত কন্ঠে মুক্তির বার্তা নিয়ে
        'আমি যাই প্রিয় ;
        বহুদিন ধরে আকাশের শূন্যতা বুকে নিয়ে
        বসেছিলেম আশায় আশায়,
        তুমি আসবে আবার ; সেই যে বলে গেছিলে...
        মে্ঘরাজির অস্ত্র দিয়ে
        সুর্যের প্রখর তাপ শানিয়ে
        শৃঙ্গ চূড়া ডিঙিয়ে আনবে নতুন সকাল,
        কই ! এলো না তো !
        এখনো তো রোজ সকালে শিউলী ঝরে
        সুর্য উঠে, পাখি ডাকে,
        শিশির বিন্দু ঘাসের ডগায় সোনা রং ছাড়ে !
        এখনো তো রেল লাইনের ধারে
        ঢেরায় ঢেরায় ছেড়া কাঁথায় বুভুক্ষার মিছিল ঘুমায়,
        অর্দ্ধচেতন নগ্ন দেহের চোখে আলো ঝরে, খুব ভোরে
        যখন এ সভ্য সমাজ সকালের আমেজি ঘুম ঘুমায় !
        কিছুই পাল্টায় নি তো !
        কই ! এলো না তো !
        তোমার সেই স্বপ্নের সকাল ! বিশুদ্ধ সতেজ হাওয়ার !
        এখনো তো কলের কালি বুকে ধরে অসুস্থ পৃথিবী
        মৃত্যুর দিন গোনে !
        এখনো তো, রামু মায়ের রান্না ঘরে খুব ভোরে
        বাসন পরে শব্দ করে ঝনঝনিয়ে,
        ঠপাস ঠপাস চরাঘাতে নীরব কাঁদে সপ্তমী !


কড়া শব্দে ঘুম ভাঙ্গে আচমকা
দড়জা খোলে সাগরিকার পেছনটা
কূয়াশায় ঝাপসা দেখে......গলা ছেড়ে ডাকছি ;
সাগরিকা.........তুমি যেওনা,
আমি জেগে আছি এখনো
বেঁচে আছে আমার স্বপ্নগুলো, আমি আজ
কে রাতেও নাড়াচারা করেছি এদের নিয়ে...
ওরা হাসছিল, আমি জানি ওরা একদিন
আসবে আমার দোরে বাস্তব হয়ে তোমার মতো...
তখন হয়তো আমি থাকব না......তোমি যেও না সাগরিকা,
তবে যে দড়জা খোলে দেওয়ার কেউ আর থাকবেনা
ফিরে যাবে আমার স্বপ্নরা ...আবার স্বপ্ন হয়ে স্বপ্নপুরে
......তোমি যেও না সাগরিকা ......তোমি যেও না।