একটা সাপে ব্যাঙ ধরেছে
করছে চিঁ চিঁ ব্যাঙ সজোড়ে,
আরেকটা সাপ দুর থেকে
এল চুপি চুপি তেড়ে ফুড়ে,
যে সাপটা ধরেছিল ব্যাঙ
কষ্ট করে কাঁটার ঘা সয়ে,
ব্যাথায় সে কাতরাচ্ছে 'খন
বড় সাপের কামড় খেয়ে  ,
উড়ে এসে জুড়ে বসে
খেয়ে দেয়ে ব্যাঙ ট্যাঙ
লাথি মেরে সাপটাকে
হেলে দুলে বাড়ায় ঠ্যাং,
ফিরে যাবে অমন সময়
একটা ঈগল ছূঁ... মেরে
তোলে নিল মরুত মেঘে
করল নিক্ষেপ সাগরে ।
যে সাপটা ব্যাঙ ধরেছিল
সে ব্যাটা রঙ্গ দেখছিল,
তড়িঘড়ি গর্ত  খুঁজে
নিজের জীবন বাঁচাল ।