ঘেঁউ ঘেঁউ করে কেউ    নিশি পথে নির্জ্জনে
শারমেয় নাম তার        কুত্তা বলে দুর্জ্জনে,
চোখে যেন রেডিয়াম     নির্ঘুম রাত প্রহরায়
প্রভু ভক্তি অবিরাম       নির্লোভ জাত দুনিয়ায়,
মোরা তবু কভু কভু      অতিশয় মন্দ বর্ণনায়
মানবে তুলনা করি       কুকুড়ের নিন্দা অভিপ্রায়,
অথচ এ শারমেয়         যুগে যুগে মানব সমাজে
দিয়ে গেছে আভিজাত্য  আত্মত্যাগ বিনিময়ে,
তুচ্ছ এই পোষা প্রাণী    আপন স্বত্বা জাত্যাভিমানে
শরতে যৌবন আনে      নিয়ন্ত্রিত অবশিষ্ট দিনে ,
উন্নত মস্তিষ্ক ধারী        মানুষ সৃষ্টির সেরা জীব
নিয়ম শৃঙ্খলা ছাড়ি      ধর্ষন নিপীরন নৈত্যিক ।