লাশ ঘরে আর আমার ঘরে তেমন কোন তফাৎ নেই
নীরব নিবির স্তব্ধ স্থবির দুঃখ গভীর  দুঘরেই,
পাশ কেটে চলে সবাই কেউ ভয়ে কেউ দায় এড়িয়ে
আরশোলা ইঁদুর টিকটিকিতে ঝগড়া চলে নির্ভয়ে  ,
চৌদিকে মাকড়সা জাল বুনছে আপন নিপুণ শিল্পে
উদয় অস্তের পার্থক্য নেই গোনছি প্রহর বিকল্পে,
মর্গে থেকে স্বর্গে যাওয়ার স্বপ্নিল জীবনের বিহার
এ ঘরেতে থমকে দাঁড়ায় পঙ্কিল যৌবনের বাহার,
লাশ ঘরেতে লাশ ঘুমায় ভূত ভবিষ্যত সব ভুলে
সব নিয়ে আমি এখন জীবিত শব মরণের কোলে ।