নদী তীর কাশবন মরা লাশ শকুন দঙ্গল
চেনা জানা দৃশ্যপট,
ক্ষণে মেঘ ক্ষণে নীল রংধনু কিংবা রঙিন
পরিচিত আকাশের চিত্রপট,
রাজপথ অথবা সরু গলি লেড লাইটের ছড়াছড়ি
মাঝে মাঝে লোড শেডিং
পানাসক্তের বাঁকা চলন কিংবা
সদরি গোপনে দেহের দাম কষাকষি
ওসব মুখস্থ কৈশোরের কাহিনী,
মঞ্চে মঞ্চে মিথ্যার ফুলঝুরি
বেইমানি অত্যাচার নির্যাতন চুরি
ঠোঁটস্থের মতো বলতে পারে তোতাপাখি ;
আজকের অবাক চাহনি...
     নদী জলে ভেসে আসা শত শত লাশ
     মহাসাগরের বিমান অন্তর্ধান ইত্যাদি ইত্যাদি ।