বঙ্গোপসাগর যে আমার প্রতিবেশী
গভীরতা মেপেছি মনে মনে বহুবার
তার চেয়ে বেশী বার জেনেছি
বইয়ের পাতায় পাতায় ;
কখনো সখনো প্রেমিকার হৃদয়ের
আবার কখনো আদর্শের জ্ঞানের
কিংবা গুরুদেবের ভক্তির সাথে
সাদৃশ্য করেছি তুল্যতায় ;
আজকের আঁধার মহীমন্ডল আমার
প্রশান্ত মহাসাগরের ঠিকানায়
সুগভীর' এতটুকু সীমিত জ্ঞানে
সাঁতার জানার দেখছ বাহার !
ক্রমশঃ ম্রিয়মান বাহুবলে চলছি আমি
চলার পথ মহাসাগর জেনে,
হয়তোবা নদী'র অসাধ্য সাধন ক্ষমতা
অর্ণব সলিলে সমাধিস্থ হবে
নয়তোবা ইতিহাসের পাতায়
স্বর্ণখচিত নাম লেখা রবে ; তাই
ক্রমশঃ ম্রিয়মান বাহুবলে চলছি আমি
চলার পথ মহাসাগর জেনে ।