সেদিন পিসতুতু ভাইয়ের বিয়ের নিমন্ত্রন
      স্বামী স্ত্রীতে মিলে সুগন্ধী মেখে
           ঝকঝকা পোষাকে
                গেছিলুম
একটা সোনার আংটি দিয়েছিলুম উপঢৌকন ;
বলছিল পিসি তার বেয়ান কে ডেকে
ভাইপো আমার বড়ই অমায়িক......


ক্লাসের সেকেন্ডবয় সময়ের আগে পরীক্ষা সেরে
         খাতা খুলে দেয় ফার্ষ্টবয় বন্ধুকে
              নির্দ্ধিধায় একটানা লেখে
                     ফার্ষ্ট হয়
রেজাল্ট শেষে বাড়িতে নিয়ে গেল জোড় করে
বলছিল বন্ধু তার বাবা মা'কে
বন্ধু আমার বড়ই অমায়িক......


সময়ের আগে যেন যোগ্যতার মাপকাঠিতে
         লম্বাচৌড়া বক্তৃতার সুবাদে
              রাজনীতির অঙ্গনে
                 নেতা হয়ে
লেখাপড়া রোজগার সব গেছে ভেস্তে
এম এল এ বলছিল টিকিট পেয়ে নেতৃত্ব'কে
নেতা আমার বড়ই অমায়িক......


আজকে যখন আসেনা কবিতা শব্দের দুর্ভিক্ষে
          রুটি রুজির নামতা শেখায়
             ছেলের স্কুলের বাজেট
                   এই ক্ষণে
অভাব অভিযোগ হাহাকার পাঠিয়ে অন্তরীক্ষে
কবি দাদা প্রনব মজুমদার বলল  আমাকে
কবি বন্ধু কাব্যিক নাম তোমার "অমায়িক" ।


সব ত্যাগ তিতিক্ষা নিমেষে সামনে এসে
যেন স্যালুট দিল কপটতা হাসল বিনয়,
এই বুঝি সার্থকতা, এই বুঝি বিজয় ।