এই মেয়েটির মৌটুসি নাম
    রসে টস টস করে,
কমলা লেবু ঠোঁট দুটো তার
    কাঁপে থরথর করে,
লালের আভা গালের 'পর
    সুর্য ডুবে দিগন্তরে,
পটল চেরা চোখ গুলো তার
     যেন পদ্ম সরোবরে,
দীঘল কালো চুলের বাহার
    দোলা দেয় নীলাম্বরে,
সূঁচালো নাক নাকফুল তার
    ঈর্ষা জাগায় অন্তরে,
দেহের ভাজে ঢেউ খেলে তার
     ভালোবাসা স্নেহাদরে ,
দুধে আলতা গায়ের রং তার
      বিকিরণে সোনা ঝরে,
খই ফোটায় কথার ফোয়ার
      চলনে হরিণী দৌড়ে,
মৌটুসি আজ মৌতাতে আবার
      মৌবনের পথ ধরে,
ত্যাগীয়া সব রূপ অহঙ্কার
     নীপবনে যায় ফিরে ।।