তুমি তো দেখছি রাম কানাই
   আস্ত এক রাম ছাগল,
গোটা ক্ষেতটা খেল গরু'তে
   তুমি দেখলে দাড়িয়ে ;
ফোকলা দাঁত বের করে
   মাথা চুলকায় রাম কানাই,
"ক্ষেতে গরু খাইছে ' গুরু
   আমারতো ক্ষেত নাই "।
রেগে লাল গোসাই রামলাল
   দাঁত খিঁচিয়ে দেয় গাল,
"কথা কইতেও পারস্ না আবার
   হিংসা বিদ্বেষ ভরা চাল !" ।
মাথার হাত ঘাড়ে নিয়া
    চুল চুলকায় রাম কানাই,
"একখান কথা কইতাম গুরু
    যদি আদেশ পাই ;
ক্ষেত তো গুরু আপনের না
   সব ঈশ্বরের, তয় - গরু ঈশ্বর
খাইছে ঈশ্বরের, আপনের এত
মাথাব্যাথা ক্যারে ?" ।
রামলাল গোসাই এবার
   ছটফট ছটফট করে,
আপন মনে বিরবিরিয়ে
   জমিন ত্যাগ করে,
"ঈশ্বর জানে ঈশ্বর কি চাল চালে জগতে
ঈশ্বরই ঈশ্বর পাঠায় ঈশ্বরের ক্ষেতে" ।