আজ কি বার বলত, মাসের কত তারিখ
আদর করে শোধায় যারে সে যে বড়ই বেরসিক,
দিন তারিখে কি হবে তার , বারে কি যায় আসে
সকাল সন্ধ্যা হিসেব গোনে মাথা চুলকায় আফসোসে,
আর দু'শ হলেইতো হাজার হতে পারতো
এই হাজার মিলিয়ে ব্যাঙ্কে আজ লাখ পাঠাতো,
তবুও আজ মনটা ভালো অধিক আমদানীতে
'ভণিতা নয়, কি বলবি বল, আজ কি ম্যারিজ ডে'
গম্ভীর গলা ছিল চেনা তাই কাঁপেনি এতটুকু
সোহাগ দেখায়ে বেণী দোলায়ে করছে আঁকু-পাঁকু,
'বেশ তো রাতে যাবো খেতে চাইনিজ রেষ্টুরেন্টে
রেডি থাকিস ঠিক ন'টাতে আসবে গাড়ি নিতে'
হাল ফ্যাশানের যা যা ছিল সব কিছুতে সেজে
রেডি যখন দোলারী, পুলিশ আসল বাড়ির খোঁজে,
হ্যাঁ, এই বাড়িটির মালিক-ই দুর্ঘটনায় পরেছে
বড় রাস্তায় পিষ্ট চাকায় হাসপাতালে মরেছে,
ফ্যালফ্যালিয়ে চেয়ে আছে বিয়ের সাজন সেজে
ম্যারিজ ডে আজ চাইনিজ খাবে মুখ লুকায় লাজে,
সেই থেকে এই দোলারী পথে পথে ঘুড়ে
কেউ বলে পাগলী কেউ মায়া মমতা করে,
পায়না খোঁজে গম্ভীর গলা হাটে মাঠে ঘাটে
ম্যারিজ ডে এখন দুঃস্বপ্ন দোলারী'র ললাটে ।