আকাশের ফাঁকা বুকে মেঘেরা ছবি আঁকে
বাতাসের রেখা পাতে তুলিরা রঙ মাখে
     রামধনু'রা হাসে বর্ণচ্ছটায় ;
পারাবার ঢেউ তোলে ধারার সাথে থেকে
পাহাড়েরা কথা বলে তুষার মাথে রেখে
     সমূদ্রবল্লভা নাচে অপচেষ্টায়;
দুর্নিবার ঝড় তোলে বালিরা মরু বুকে
পুনর্বার হিম চলে রাত্রিরা মরে শোকে
     মালভূমিরা ক্ষয়ী বৈশিষ্ট্যতায়;
আমাদের আশমান আধার জোতির্লোকে
দুরান্তর বাধাহীন ছাদের অতিরেকে
     নির্জ্জলা দিবাযামী অদৃষ্ট'তায়;
প্রহরের সীমাহীন বিধান কল্পলোকে
আহারের দ্বিধাহীন প্রদান স্বপ্নলোকে
     ওঁচলা কুভোজনে দিনফুরায় ।।