আহ কি আরাম
আহ কি আরাম
      ভবঘুরে দামরা,
বাহ কি দারুন
নাদুশ নুদুশ
      তেলচিটে চামড়া ।
যখন যেথায়
তখন সেথায়
      শোয়ে গেলে গোচালা,
খাবার বেলায়
বাবার ঢেলায়
      ঢের ঢের দু-বেলা ।
শিব মহাদেব
কিম্বা বলদেব
      যা খুশী তা বলনা,
ঘাস ভরপেট
বিছানা কার্পেট
      নাই কোন তুলনা ।
ঈশ্বরের নামে
উৎসর্গ গ্রামে
       নিজেই ঈশ্বর সে,
ভক্তি ডানে বামে
মুক্ত পুরোদমে
      দেখে ঈশ্বর হাসে ।।