এক টুকরো আকাশ এনে ধার দেবে আমায় !
আমি তাতে লিখব আমার মনের কথা গুছিয়ে,
আঁকব ছবি রং তুলিতে ক্যানভাস বানিয়ে,
স্বরলিপির ঝংকার ধ্বনি হবে গুঞ্জরিত,
বর্ণমালার কঙ্কালরা রইবে কল্লোলিত,
মেঘরাশি ধুয়ে দেবে আমার সে আকাশ ।


এক টুকরো আকাশ এনে ধার দেবে আমায় !
কালীমায় কালো ছাতে ঝড়ো হাওয়া বইবে,
সকালোর সোনালী রোদে আবার সে হাসবে,
নীলাম্বরি নীলিমায় মোহিত পাগলপারা,
মনপবনে শব্দমালা করবে খেলা দিবারাতিবেলা,
তুলো তুলো উড়িয়ে নেবে দখিনা বাতাস ।


এক টুকরো আকাশ এনে ধার দেবে আমায় !
যেমন ইচ্ছে সাজিয়ে আবার ফেরৎ দেব তোমায় ।